জিপিটি-৪ও ফিরিয়ে আনল ওপেনএআই

ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে জিপিটি-৪ও মডেলটি পুনরায় চালু করেছে ওপেনএআই। সম্প্রতি প্রকাশিত জিপিটি-৫ নিয়ে বেশ কিছু নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে চ্যাটপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি। অনেক ব্যবহারকারীর অভিযোগ, সংস্করণটি ‘অনুভূতিহীন’ ও ‘নির্জীব’ উত্তর দিচ্ছে। খবর এনগ্যাজেট।

এ বিষয়ে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেন, জিপিটি-৫ প্রযুক্তিগতভাবে উন্নত হলেও অনেক ব্যবহারকারী আগের মডেলের লেখার ধরন বেশি পছন্দ করেন। তাই ব্যবহারকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওপেনএআই প্লাস সাবস্ক্রাইবারদের জন্য জিপিটি-৫ এবং জিপিটি-৪ও মডেলের মধ্যে একটি বেছে নেয়ার সুযোগ দিচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *