তেজগাঁও কলেজ উদ্ভিদবিজ্ঞান ক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠন

তেজগাঁও কলেজ উদ্ভিদবিজ্ঞান ক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠন

আতিকুল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধিঃ

 

শনিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫, কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে কলেজের অন্যতম সহশিক্ষা কার্যক্রমভিত্তিক সংগঠন তেজগাঁও কলেজ উদ্ভিদবিজ্ঞান ক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন,বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ এবং ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা। নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে শিক্ষার্থীদের মনোনীত করা হয়।

প্রধান অতিথির বক্তব্য বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ, পরিবেশ-সংরক্ষণ, বৃক্ষরোপণ, গবেষণা ও বিভিন্ন একাডেমিক-সাংস্কৃতিক কার্যক্রমে উদ্ভিদবিজ্ঞান ক্লাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

গঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা প্রফেসর শামীমা ইয়াসমিন,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), সভাপতি সুফিয়া রহমান, বিভাগীয় প্রধান (উদ্ভিদবিজ্ঞান বিভাগ), সাধারন সম্পাদকমোঃ মাইনুল ইসলাম রিফাত(২০২০-২১), সাংগঠনিক সম্পাদক মোঃ জাবের আহাম্মেদ, প্রচার ও দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক ইরফান সাজিদ এবং সহযোগী সদস্য হিসাবে কমিটিতে যুক্ত করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্তরা বলেন, তারা ক্যাম্পাসে সবুজায়ন, গবেষণা কর্মশালা, সেমিনার, বৃক্ষরোপণ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ক্লাবকে আরও সক্রিয় ও প্রাণবন্ত করে তুলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *