২০১৭ থেকে ২০২৫ – আমার কনটেন্ট যাত্রা Millat Hossain
২০১৭ সালের শেষের দিকে, বন্ধুরা মিলে শুরু করি কনটেন্ট ক্রিয়েশন। দামী ফোন ছিল না, শুধু পনেরশো টাকার 2nd hand ফোন দিয়ে শুরু। শুরুতে কাইন মাস্টারে এডিট করলেও ফোন বারবার হ্যাং করত। পরে রাজমিস্ত্রির কাজ করে একটু ভালো ফোন কিনি, আর তখন থেকে যাত্রা আরও দৃঢ় হয়।
পরিচিতি আসে ২০১৯ সালে, করনার সময়, যখন সবাই ঘরে বসে ছিল। “বগুড়ার আড্ডা” ফেসবুক পেজে বগুড়ার ভাষায় কার্টুন ভিডিও প্রকাশের মাধ্যমে আমরা পরিচিত হই। টিমওয়ার্কের মাধ্যমে আস্তে আস্তে নিজের মুখ দেখানো শুরু করি।
অনেক উপহাস, সমালোচনা, কিন্তু নিজের লক্ষ্য জানার কারণে সব বাধা পার হই। এই যাত্রায় সবচেয়ে বড় সহায়ক ছিলেন ড. সাজ্জাদুর রহমান রুমন ভাই -কনটেন্ট আইডিয়া, অর্থনৈতিক সহায়তা, এবং আন্তরিক ভালোবাসা দিয়ে যিনি আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন।
আমি কনটেন্ট বানাই শুধুই ভাইরাল হওয়ার জন্য নয়, তবে সৎ মন দিয়ে বানানো প্রতিটি কাজ ভাইরাল হলে সত্যিই আনন্দ পাই। দুঃখজনক হলেও ভালো কনটেন্ট অনেক সময় কম ভিউ পায়, আর অশ্লীল বা শরীর-ভিত্তিক কনটেন্ট সবচেয়ে বেশি ভিউ পায় এটা আমি নিজেই রিয়েলাইজ করেছি। কারণ, অনেকেই বডি ফিগার দেখতেও আগ্রহী! 😅 তবে কিছু মানুষ আছে যারা সত্যিকার অর্থেই কোয়ালিটি ফুল কাজ পছন্দ করে, তাদের জন্যই এখন আমি প্রতিদিন চেষ্টা চালাচ্ছি।
আমি অডিয়েন্সকে প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতে আমি বগুড়ার জন্য আরও সুন্দর, মানসম্মত এবং ভালো কনটেন্ট তৈরি করতে থাকব।
আজও আমি এগিয়ে চলছি, সাবধানে পা ফেলি, শিখি, এবং নিজেকে নতুন করে প্রমাণ করি। যদি কখনো কারো সঙ্গে ভুল হয়ে থাকে রাস্তাঘাটে বা কাজের সময়, আমি ক্ষমা চাই এবং আপনার দোয়া চাই।
২০১৭ থেকে ২০২৫-ছোট ছোট চেষ্টা, বড় বড় স্বপ্ন, অসংখ্য কষ্ট আর এক অবিচল বিশ্বাস যে, সৎ পরিশ্রম এবং ভালোবাসা কখনো বৃথা যায় না। প্রতিটি মুহূর্তই আমার জীবনের অমূল্য শিক্ষা, আর আমি চাই, আমি না থাকলেও আমার কাজ বগুড়ার সহ বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকুক। 💛