ক্লাব বিশ্বকাপে যে দলগুলোর শূন্যতা অনুভূত হচ্ছে, বার্সেলোনা তাদের অন্যতম। বার্সেলোনার অনুপস্থিতি মানে ক্লাব বিশ্বকাপে লামিনে ইয়ামাল, রাফিনিয়া কিংবা রবার্ট লেভানডফস্কিদের খেলা দেখার সুযোগ না পাওয়া। বিশেষ করে গত মৌসুমে বার্সার পারফরম্যান্স সমর্থকদের আক্ষেপ যেন আরও বাড়িয়ে দিয়েছে।
তবে ক্লাব বিশ্বকাপে খেলার বিষয়ে বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার ভাবনা একেবারেই ভিন্ন। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, সাও পাওলোয় কাল এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন রাফিনিয়া।
ক্লাব বিশ্বকাপে খেলার চেয়ে খেলোয়াড়দের ছুটি কাটানো তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাঁর দাবি, ছুটি বাতিল করে খেলতে বাধ্য হচ্ছেন ফুটবলাররা; পাশাপাশি টুর্নামেন্টে নিজ দেশ ব্রাজিলের ক্লাবগুলোর পারফরম্যান্সের প্রশংসাও করেন রাফিনিয়া।