খালেদা জিয়ার জন্মদিনে ঢাবিতে খাবার বিতরণ

বিনএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ও দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় খাবার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) ঢাবি এলাকায় দুস্থ, অসহায় এবং ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক মো. তাফাজ্জুল বারী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, ঢাবি ছাত্রনেতা শাকিকুল ইসলাম সাগর।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, ঢাবি ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, ঢাবি এস এম হল ছাত্রদলের সদস্য সচিব ইয়ানাথ ইসলাম, ছাত্রনেতা আতিকুল ইসলাম সজীব, জিয়া হল ছাত্রদলের সামীর সাদিক, মুজিব হল ছাত্রদলের আরেফিন হাবিব, বিজয় একাত্তর হল ছাত্রদলের রবিন, এস এম হল ছাত্রদলের মাশুক তাজোয়ার মুগ্ধ, মাহফুজসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *