রাজধানীর নটর ডেম কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে এই ফল প্রকাশ করা হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে এখানে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তির লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ১৩ আগস্ট ভর্তি আবেদনের আইডি নম্বর অনুযায়ী নিম্নোল্লিখিত সময়সূচি অনুসারে নির্দিষ্ট কক্ষে উপস্থিত থাকতে বলা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে কলেজ গেইটে উপস্থিত থাকতে হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে এবং তা ১৪ বিকাল ৫টার মধ্যে কলেজ ওয়েবসাইটে (ndc.edu.bd) প্রকাশ করা হবে।