বৃহস্পতিবার ২১আগষ্ট ২৫, ব্যারিষ্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ, তেজগাঁও কলেজ এর আয়োজনে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
পবিত্র আল-কোরান তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত শুরু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রাকিবুল ইসলাম রাকিব,সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
প্রধান বক্তা, এ বি এম ইজাজুল কবির রুয়েল- সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।বিশেষ অতিথি,শাহজাহান শাওন সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।অলিউজ্জামান সোহেল যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।সেলিম হোসেন সদস্য সচিব, তেজগাঁও কলেজ ছাত্রদল।আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের সহধর্মিণী।
তেজগাঁও কলেজ ছাত্রদলের আহবায়ক মোরশেদ আলম তোরন বলেন, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার ছিলেন একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্পদ। তিনি একাধারে ছিলেন মহাসচিব, মন্ত্রী এবং ব্যারিস্টার এবং মেধাবী রাজনীতিবিদ।
তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য সচিব বলেন,১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।আমরা তার জন্য দোয়া করব যেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন।