কাহালুতে ৬ বছরের শিশু কন্যা ধর্ষণে মামলায় ২ কিশোর গ্রেফতার

কাহালুতে ৬ বছরের শিশু কন্যা ধর্ষণে মামলায় ২ কিশোর গ্রেফতার

বগুড়ার কাহালু থানা পুলিশ ৬ বছরের শিশু কন্যা ধর্ষণ মামলায় এজাহার ভুক্ত আসামি তহিদুল ইসলাম (১৫) ও হোসেন আলী (১৪) নামে দুই কিশোরকে রোববার বিকাল ৩ টার দিকে উপজেলার বীরকেদার এলাকা থেকে গ্রেফতার করেছেন।
গতকাল শনিবার ১৪-০৬-২০২৫ তারিখে ভুক্তভোগী ভিকটিমের পিতা বাদী হয়ে কাহালু থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত তহিদুল ইসলাম কাহালু উপজেলার বীরকেদার দক্ষিণপাড়া গ্রামের চাচ্চুর পুত্র ও হোসেন আলী একই গ্রামের জাহিদুল ইসলামের পুত্র।
মামলার সূত্রে জানা যায়, ভিকটিমের পিতা নীলফামারী জেলা জলঢাকা উপজেলার, বর্তমান কাহালু উপজেলার বীরকেদার রাবেয়া পার্কের সামনে, জনৈক ও ওমর আলীর ভাড়াটিয়া। বাদী বীরকেদার এলাকায় দিনমজুরের কাজ করেন, বাদীর স্ত্রী এবিসি টাইলস কোম্পানিতে চাকরি করেন। ঘটনার দিন তারা কাজে ও চাকরিতে চলে যান। এ সময় তার মেয়ে ভিকটিম বাড়িতে একা ছিলেন। মামলায় উল্লেখিত আইনের সহিত সংঘাত পূর্ণ শিশু কিশোর তহিদুল ইসলাম ও হোসেন আলী ভিকটিম (০৬) কে গত শুক্রবার ১৩-০৬-২০২৫ তারিখ সকাল অনুমান ১০ ঘটিকার সময় ঘুঘু পাখি ধরার কথা বলে বাড়িওয়ালা ওমরের গোরস্থানে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *