শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়কত্বের যাত্রা শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজের। এমন এক সময়ে তিনি তা শুরু করছেন, যখন বাংলাদেশ দাঁড়িয়ে কঠিন এক বাস্তবতার সামনে। ওয়ানডেতে সর্বশেষ ৬ ম্যাচের একটিতেও জয় পায়নি। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই সংস্করণে র্যাঙ্কিংয়ের দশে নেমে গেছে।
এই অবস্থায় বাংলাদেশ আছে একটা শঙ্কাতেও—২০২৭ সালের মার্চের ৩১ তারিখের মধ্যে র্যাঙ্কিংয়ের সেরা আটের ভেতর না থাকলে তাঁদের খেলতে হবে বাছাইপর্ব। র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল আর বাছাইপর্ব থেকে ৬টি মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া আগামী আসরে খেলবে মোট ১৪টি দল।
ওয়ানডে অধিনায়কত্ব শুরুর আগে মিরাজের আপাতত মনোযোগ সরাসরি বিশ্বকাপ খেলার দিকেই, ‘আমরা এখন যে স্টেজে আছি, আমাদের লক্ষ্য এটাই থাকবে, আমরা যেন সরাসরি বিশ্বকাপ খেলতে পারি। তার জন্য আমাদের অনেক ম্যাচ ও সিরিজ জিততে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিংটা খুব গুরুত্বপূর্ণ।’