তেজগাঁও কলেজের প্রিন্সিপালের উদ্যোগে লাইব্রেরিতে নতুন বই সংযোজন
আতিকুল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধিঃ তেকসাস
মঙ্গলবার ১৬ই সেপ্টেম্বর ২০২৬,কলেজের কেন্দ্রীয় লাইব্রেরীতে প্রিন্সিপালের উদ্যোগে লাইব্রেরির বই বিতরণ অনুষ্ঠিত। কলেজের কেন্দ্রীয় লাইব্রেরীতে
অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন, কলেজ পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ রফিকুল আলম, এডহক কমিটির সাবেক শিক্ষক প্রতিনিধি নূর নবী আল মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকারা।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে লাইব্রেরির ভূমিকা অপরিসীম। সঠিকভাবে বই পড়া ও কাজে লাগানোর মাধ্যমে কেবল পাঠ্যজ্ঞান নয়, জীবনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও পাওয়া যায়।
শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ রফিকুল আলম তার বক্তব্যে জানান, নিয়মিত নতুন বই সংযোজনের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু একাডেমিক পড়াশোনাই নয়, বরং সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক বিশ্ব জ্ঞান সম্পর্কেও সমৃদ্ধ হতে পারবেন।
বই বিতরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, লাইব্রেরির বই তাদের পড়াশোনায় আরও সহায়তা করবে এবং জ্ঞান আহরণে নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা নিয়মিত লাইব্রেরি ব্যবহার, বইয়ের প্রতি ভালোবাসা ও জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন।