পাকস্থলীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

পাকস্থলীতে ১ হাজার পিস ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

পাকস্থলীতে ১ হাজার ৯ পিস ইয়াবাসহ মো. রাজু মোল্লা (৩২) নামে একজন বিমানযাত্রীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিএস-১৪২ ফ্লাইটে করে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা বহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে মো. রাজু মোল্লাকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহণ করছে বলে নিশ্চিত করে।

এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্সরে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পরিবহনকারীর পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ২০ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। এগুলো খুলে মোট ১ হাজার ৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

গ্রেপ্তার রাজু দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহণের সঙ্গে যুক্ত বলে জানা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর জানান, আমরা বিমানবন্দর ঘিরে যেকোনো অবৈধ কার্যক্রম ও চোরাচালান রোধে সচেষ্ট আছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতে অপরাধ কার্যক্রম পরিচালিত না হয়, সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *