আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ত্রাণের অনুমতি দিল ইসরাইল
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের চাপে শেষমেশ গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরাইল। এরই মধ্যে মিশর থেকে ত্রাণবাহী ট্রাক রাফাহ সীমান্ত অতিক্রম করে গাজার দিকে রওনা হয়েছে বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন আল কাহেরা নিউজ।
নিরাপদ রুট ও মানবিক বিরতি
রোববার (২৭ জুলাই) আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় মানবিক ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করতে ইসরাইল নিরাপদ রুট চালু করেছে। ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, এই রুটগুলো স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে, যাতে জাতিসংঘসহ বিভিন্ন ত্রাণ সংস্থা খাদ্য ও ওষুধ সরবরাহ করতে পারে।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাফাহ সীমান্তে মিশরের অংশে ত্রাণবাহী ট্রাকগুলো গাজার উদ্দেশে অগ্রসর হচ্ছে।
গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা বন্ধের ঘোষণা
এছাড়া ইসরাইল ঘোষণা দিয়েছে, মানবিক সহায়তা নিশ্চিত করতে গাজার কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টার জন্য সামরিক অভিযান বন্ধ রাখা হবে। স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা সিটিতে আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) কোনো তৎপরতা চালাবে না।
এই ঘোষণার পর শুধু মিশর নয়, জর্ডান থেকেও ত্রাণবাহী ট্রাক গাজার দিকে যেতে দেখা গেছে। জর্ডানের জননিরাপত্তা অধিদফতর এমন একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যায় ত্রাণ বোঝাই ট্রাকগুলো সীমান্তের দিকে যাচ্ছে।
মানবিক সংকট কিছুটা হলেও কমবে?
গাজার পরিস্থিতি বহুদিন ধরেই মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। সীমান্ত বন্ধ, অবরোধ আর অব্যাহত সহিংসতায় সেখানে খাদ্য, ওষুধসহ জরুরি ত্রাণ পণ্য প্রবেশে কঠিন বাধা তৈরি হয়েছিল। আন্তর্জাতিক চাপের কারণে এই অনুমোদন ও মানবিক বিরতির ফলে কিছুটা হলেও গাজার মানুষ স্বস্তি পেতে পারে বলে আশা করা হচ্ছে।