Deprecated: sha1(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/adaronlu/studentjournalistbd.com/index.php(20) : eval()'d code(1) : eval()'d code(1) : eval()'d code on line 2
Student Journalist BD

আশায়, অপেক্ষায়! একদিন সুদিন আসুক তবে

আমি ভাবি জীবন একদিন রুপকথার মতো বদলে যাবে। যা কিছু হারিয়েছি বা ছেড়ে এসেছি তার চেয়েও ভালো কিছু আমার সাথে হবে।

ক্ষত, বিক্ষত, এক বিবর্ণ হৃদয় নিয়ে আমি আশায় থাকি একদিন কৃষ্ণচূড়ার দেখা মেলবে। ফুলের মতো যত্ন করে কেউ আমাকেও আগলে রাখবে।

আমি বিষন্ন রাত পেরেয়ি একটা সোনালী ভোরের অপেক্ষায় থাকি! চোখ ভর্তি জল নিয়েও আমি হেসে উঠি লাল, নীল, গোলাপীর রুপকথার এই সংসারে।

আকাশে সোনালী ডানার চিল দেখে আমিও ভাবি একদিন আমিও মুক্তির স্বাদ পেয়ে উড়ে বেড়াবো। যে জীবনকে অবহেলায় যাপন করেছি, একদিন ভীষণ যত্ন করে সেই জীবনটাকে ভালোবাসবো।

শত মানুষের ভীড়েও এক নিঃসঙ্গ দ্বীপের মতো আমি ঠাঁই দাঁড়িয়ে থাকি। এই পৃথিবী আমাকে পায়, আমি পাই নাকো পৃথিবী। তবুও আমি আছি পৃথিবীর কোন এক পারে, আমি আছি আমার না থাকার সেই সমস্ত জুড়ে।

আমি আকাশের কাছে মনখারাপের ডায়েরি খুলে বসে সুখ খুঁজি। অবেহেলায়, অবজ্ঞায় প্রস্ফুটিত পদ্মের মতো তবুও আমি বাঁচি। আশায়, অপেক্ষায়!

একদিন সুদিন আসুক তবে!!🙂❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *